৫২তম শীতকালীন এ্যাথলেটিক্সে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সাফল্য

| মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৯:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি আয়োজিত ৫২তম শীতকালীন এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, পাহাড়তলী বালিকা স্কুল ও কাট্টলী নুরুল হক চৌধুরী সিটি কর্পোরেশন স্কুলের ছাত্রছাত্রীদের কল্যাণে পাহাড়তলী থানা চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের ছাত্রছাত্রীদের কৃতিত্বে পাঁচলাইশ থানা রানার্স আপ হয়েছে। গত রোববার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে দুই শতাধিক প্রতিযোগীর উপস্থিতিতে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বালক বড় গ্রুপে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্র আরেফিন মজুমদার, বালক মধ্যম গ্রুপে একই স্কুলের ছাত্র সারিন ইয়াসার, বালিকা বড় গ্রুপে পটিয়া খলিলুর রহমান বালিকা স্কুলের ছাত্রী তানজু আক্তার, বালিকা মধ্যম গ্রুপে নাসিরাবাদ অংকুর সোসাইটি বালিকা স্কুলের ছাত্রী মুনতাহা জান্নাত যথাক্রমে সেরা প্রতিযোগী হিসেবে পুরস্কৃত হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্ণেল মুজিবুল হক সিকদার। জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খিসার সভাপতিত্বে এবং চট্টগ্রাম সরকারি বালিকা স্কুলের সিনিয়র শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাগতিক কলেজের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধসুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল
পরবর্তী নিবন্ধখুলনার কাছে ঢাকা হারলো ১০ উইকেটে