ব্যাংকিং চ্যানেলে লেনদেনের বাধ্যবাধকতা রয়েছে এমন ক্ষেত্রে ৫০ হাজার টাকার বেশি পরিশোধ এখন থেকে ব্যাংক ও এমএফএস এর মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। গতকাল বিকেলে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ২০২১-২২ অর্থবছর থেকে ব্যাংকের পাশাপাশি এমন লেনদেনে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসকে অর্ন্তভূক্ত করার প্রস্তাব করেন। তিনি বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তি, অর্থনীতির আনুষ্ঠানিকীকরণ ও করনেট সমপ্রসারণ জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।’ ব্যাংক বা চেকের মাধ্যমে কাঁচামাল এবং বেতনভাতার অর্থ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অর্থমন্ত্রীর নতুন প্রস্তাব অনুমোদন পেলে ৫০ হাজার টাকার বেশি অর্থ এমন লেনদেনের ক্ষেত্রে এসব চ্যানেলে লেনদেন করতে হবে। খবর বিডিনিউজের।