রোটারি ইন্টারন্যাশনালের উদ্যোগে জন্মগতভাবে শিশুদের হৃদযন্ত্রে ছিদ্রের বিনামূল্যে ৫০ জনকে আধুনিক চিকিৎসা প্রদানের মাধ্যমে সুস্থ করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে এ চিকিৎসার বিষয়ে তেমন প্রচারণা নেই উল্লেখ করে বক্তারা এ বিষয়টিকে দেশব্যাপী জনসচেতনতা তৈরি করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
রোটারি ইন্টারন্যাশনালের টিআরএফ ক্যাডার অব টেকনিক্যাল অ্যাডভাইজার এবং ডিস্টিক্ট লারনিং ফ্যাসিলেটেশন টিম ২০২৩–২৪ এর সদস্য ৮৮৮ তম সভার গেস্ট স্পিকার রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের পিপি রোটারিয়ান মোহাম্মদ মাঈনুদ্দিন এ বিষয়ে আরো বলেন, চলতি রোটাবর্ষে মাত্র ৭ জন শিশু পাওয়া গেছে, বাকি ৪৩ জনের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, রোটারি ক্লাব চিটাগাং হেরিটেজ গ্লোবাল গ্র্যান্টের মাধ্যমে এ সুযোগ দিচ্ছে। চিকিৎসাসেবা নিতে ইচ্ছুক ব্যক্তিদের মাঈন উদ্দিন রতনের ১৭৩০–৩৫৬৭৫৩ এই নাম্বারে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট–এর ৮৮৮তম সভা ২৭ আগস্ট রাত ৮টায় নগরীর সিএমপি অফিসার্স রূপটপ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নাসিমা আখতারের সভাপতিত্বে ও সেক্রেটারি লেখক–সাংবাদিক রোটারিয়ান শওকত বাঙালির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন–ক্লাব চার্টার প্রেসিডেন্ট পিপি রোটারিয়ান একেএম সাইদুল ইসলাম বাবু, ক্লাবের অতীত সুপারস্টার প্রেসিডেন্ট, বর্তমান কমিউনিটি সার্ভিস ডিরেক্টর ও চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ পিপি হাসিনা আক্তার লিপি, ক্লাব এসাইন অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান জয় দেব চন্দ্র দাস জয়, পিপি রোটারিয়ান কামরুল ইসলাম, পিপি লে. কর্নেল (অব.) জয়নুর রশীদ, ট্রেজারার রোটারিয়ান মোহাম্মদ শহীদ উল্লাহ, রোটারিয়ান জোবায়দুর রহমান সাকিব, রোটারিয়ান ফয়সাল, রোটারিয়ান মোহাম্মদ আশরাফুল ইসলাম। ইনভোকেশান পাঠ করান রোটারিয়ান নিলুফার আজাদ। ধন্যবাদ জ্ঞাপন করেন পিপি রাকিবুল ইসলাম। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং ওয়াটার ফল সভাপতি মোহাম্মদ শাহ্ আলম ও রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ এর সভাপতি মোহাম্মদ শহিদ উল্লাহ। সভায় ২২তম ইনস্টলেশনে সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান ও সাংবাদিক আহমেদ কুতুব তাঁদের সম্মাননা ও উপহার গ্রহণ করেন। সভায় নতুন সদস্য কাতার প্রবাসী মোহাম্মদ আশরাফুল ইসলামকে পিন পরিয়ে দেন চাটার্ড প্রেসিডেন্ট পিপি রোটারিয়ান একেএম সাইদুল ইসলাম বাবু।