৫০ ভারতীয় কূটনীতিক ও কর্মীর আফগানিস্তান ত্যাগ

| সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

আফগানিস্তানের অধিকাংশ এলাকা তাদের হাতের মুঠোয় চলে আসছে, তালেবানের এমন দাবির মুখে প্রায় ৫০ জন ভারতীয় কূটনীতিক ও কর্মী তাদের কান্দাহার কনস্যুলেট ছেড়েছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।
কান্দাহারের আশপাশে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের প্রধান এলাকাগুলো দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে তালেবান যোদ্ধারা, পাশাপাশি আফগানিস্তানের পশ্চিমাঞ্চলেও বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে তারা, এ পরিস্থিতিতেই ভারত কূটনীতিক ও কর্মীদের সরিয়ে আনার এ পদক্ষেপ নিয়েছে। খবর বিডিনিউজের।
মঙ্গলবার কাবুলের ভারতীয় দূতাবাস জানিয়েছিল, এই দূতাবাস এবং কান্দাহার ও মাজার ই শরীফের কনস্যুলেট বন্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আফগানিস্তানের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির ওপর সতর্কভাবে নজর রাখছে তারা এবং ভারতীয় নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার ওপর এর প্রভাবেরও দিকেও খেয়াল রাখছে।

পূর্ববর্তী নিবন্ধভারতে কমেছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা
পরবর্তী নিবন্ধনিজের রকেটে চড়ে যাচ্ছেন মহাশূন্যে