পটিয়ার জিরি ইউনিয়নে শিকলবাহা খালের ওপর প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন কৈয়গ্রাম সেতুর চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। গত শনিবার সেতুর পশ্চিম পাড়ের চলমান কাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে তিনি বলেন, বহুল প্রতিক্ষিত ও কর্ণফুলী–পটিয়া–আনোয়ার সাথে সেতুবন্ধন রচনাকারী কৈয়গ্রাম সেতু ও সড়কের কাজ সম্পন্ন হলে বিভিন্নভাবে সুফল পাবে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের মানুষ। বঙ্গবন্ধু ট্যানেল সড়ক দিয়ে জিরি ইউনিয়নের কৈয়গ্রাম সেতু পার হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে বিকল্প পথে দক্ষিণের কয়েকটি উপজেলা ও পর্যটন শহর কক্সবাজারে যাওয়া যাবে খুব কম সময়ে। এতে চট্টগ্রাম–কক্সবাজার সড়কের দূরত্ব কমবে প্রায় ১০ কিলোমিটার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা ছিল গ্রাম হবে শহর। যা বাস্তবায়নে পটিয়ায় যোগাযোগ খাতের আমূল পরিবর্তন সাধিত হয়েছে। তিনি বলেন, সেতুর পূর্বপাড়ের সাথে যুক্ত হবে পটিয়া আমজুর হাট উজিরপুর বঙ্গবন্ধু সড়ক। এরমধ্যে সড়ক নির্মাণের জন্য ৪৯ কোটি ৯০ লাখ টাকার প্রকল্প প্রেরণ করা হয়েছে। যা বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। আগামী সেপ্টেম্বর মাসেই এ সেতু উদ্বোধনের পর যানচলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, হাবিবুল হক চৌধুরী, এম এজাজ চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ।