৫ হাজার ইয়াবা উদ্ধার ঘটনায় মাদক কারবারির যাবজ্জীবন

আজাদী অনলাইন | রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ৯:০৫ অপরাহ্ণ

নগরীতে ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার ঘটনার প্রায় ২ বছরের মাথায় অভিযুক্ত মো. আকতার হোসেন (২৫) নামে এক যুববকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত।

রোববার (১৯ নভেম্বর) সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ার তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদন্ড দিয়ে রায় ঘোষণা করেন চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নারগিস আক্তার।

দণ্ডপ্রাপ্ত মো. আকতার হোসেন কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়্যইক্যং পশ্চিম সাতগড়িয়া পাড়ার আব্দুল মুনাফের বাড়ীর মৃত আব্দুল মুনাফের ছেলে।

এই বিষয়ে মহানগর পিপি আবদুর রশীদ দৈনিক আজাদীকে বলেন, সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হওয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (১) এর ১০ (গ) ধারায় মোঃ আক্তার হোসেন, যাবজ্জীবন কারাদণ্ড পাশাপাশি অর্থদণ্ড দেন আদালত। রায়ের সময় আকতার আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া থানার অভিযানে ৬ জুয়াড়ি আটক
পরবর্তী নিবন্ধহেড-লাবুশেন জুটিতে বিশ্বকাপ জয়ের পথে অস্ট্রেলিয়া