৫ সপ্তাহ পর কেরালা বিমানবন্দর ছাড়ল ব্রিটিশ এফ-৩৫বি যুদ্ধবিমান

| বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ

জরুরি অবতরণ করার পর এক মাসের বেশি কেরালায় আটকে থাকা ব্রিটিশ রয়্যাল নেভির এফ৩৫বি যুদ্ধবিমানটি অবশেষে ভারত ছেড়েছে। মঙ্গলবার সকালে এটি তিরুবন্তপুরম বিমানবন্দর থেকে উড়াল দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। খবর বিডিনিউজের। কেরালায় পড়ে থাকা স্টেলথ এই জেটটি মেরামত করতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দলকে ভারতে উড়ে আসতে হয়েছিল। ৫ সপ্তাহ পর সোমবার যুদ্ধবিমানটি ফের আকাশে ওড়ার সবুজ সঙ্কেত পায়। যুক্তরাজ্যের একটি এফ৩৫বি উড়োজাহাজ, যেটি গত ১৪ জুন জরুরি অবতরণ করেছিল, সেটি আজ তিরুবন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। ৬ জুলাই মোতায়েন করা যুক্তরাজ্যের একটি প্রকৌশলী দল উড়োজাহাজটির প্রয়োজনীয় মেরামত ও নিরাপত্তা চেক সম্পন্ন করে সেটিকে ফের কাজে ফেরার অনুমতি দিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ ও বিমানবন্দরের দলগুলোকে কৃতজ্ঞতা জানিয়ে মঙ্গলবার এমনটাই বলেছেন ব্রিটিশ হাই কমিশনের এক মুখপাত্র। পঞ্চম প্রজন্মের এ যুদ্ধবিমানটি যুক্তরাজ্যের এইচএমএস প্রিন্স অব ওয়েলস নৌবহরের অংশ। এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি ইন্দোপ্যাসিফিক অঞ্চলে মোতায়েন রয়েছে এবং সমপ্রতি তারা ভারতীয় নৌবাহিনীর সঙ্গে এক সামুদ্রিক মহড়ায় অংশও নিয়েছে। স্টেলথ এই জেটটি যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়া যাচ্ছিল, পথে ভারত মহাসাগরের ওপর দিয়ে উড়ার সময় গত ১৪ জুন কেরালার বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়।

জ্বালানির মাত্রা কমে যাওয়ায় ও বৈরি আবহাওয়ার কারণে পাইলট কাছাকাছি বিমানবন্দরে নামার সিদ্ধান্ত নিতে বাধ্য হন। ভারতীয় বিমানবাহিনীও সেসময় রক্ষাকর্তা হিসেবে এগিয়ে আসে, তারা বিমানটিকে তিরুবন্তপুরমে নামতে সহায়তা করে এবং প্রয়োজনীয় লজিস্টিকাল সহায়তা দেয়। বিমানটি মেরামতের জন্য কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন প্রচেষ্টা চালায় ব্রিটিশ কর্তৃপক্ষ। এক পর্যায়ে সি১৭ গ্লোবমাস্টার সামরিক পরিবহন এয়ারক্রাফটে করে বিমানটি নিয়ে যাওয়ার পরিকল্পনাও হয়। শেষ পর্যন্ত ৬ জুলাই বিমানটিকে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়।

ভারতের কাছে কোনো এফ৩৫ উড়োজাহাজ না থাকায় যুদ্ধবিমানটি মেরামতে যুক্তরাজ্যের রয়্যাল নেভির প্রযুক্তি বিশেষজ্ঞ ও ক্রুসহ ২৪ সদস্যের একটি দল কেরালায় নামেন। জরুরি অবতরণ ও ৫ সপ্তাহ ধরে বিমানবন্দরে থাকায় কেরালায় ব্রিটিশ এ যুদ্ধবিমানের পার্কিং বিলই হয়েছে ৯ লাখ রুপির বেশি, জানিয়েছে ইকোনকিম টাইমস।

দিনের পর দিন কেরালা বিমানবন্দরের রানওয়েতে পড়ে থাকা এই বিমানকে নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানান মিম। কেউ বলেছেন, যুদ্ধবিমানটি অনলাইনে ৪০ লাখ ডলারে বিক্রির জন্য রাখা হয়েছে। একজন লিখেছেন, এতদিন ভারতে থাকায় এটি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য। আবার কেউ মজা করে লিখেছেন, ভারত সরকার যুদ্ধবিমান রাখার ভাড়ার বদলে কোহিনূর হীরা ফেরতের দাবি করুক!

কেরালার পর্যটন দপ্তরও রসিকতা করতে ছাড়েনি। তারা জেটটির ছবি দিয়ে এক পোস্টে লেখে, কেরালা, এমন একটি গন্তব্য, যেখানে এলে কেউই আর যেতে চায় না। যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন নির্মিত এফ৩৫ যুদ্ধবিমানের তিনটি সংস্করণ রয়েছে। যার মধ্যে এফ৩৫বি ব্যবহার করে যুক্তরাজ্যের রয়্যাল নৌবাহিনী। এই অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমানটির উড়তে কম জায়গা লাগে এবং এটি উল্লম্বভাবে অবতরণ করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৬২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধগাজায় ডব্লিউএইচও’র কর্মীদের বাসস্থানে ইসরায়েলি বাহিনীর হামলা