৫ লাখ ৩০ হাজার লাতিনের অস্থায়ী অভিবাসী মর্যাদা তুলে নিচ্ছেন ট্রাম্প

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, তারা কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া ৫ লাখের বেশি মানুষের অস্থায়ী অভিবাসী মর্যাদা তুলে নেবে। খবর বিডিনিউজের।

২৪ এপ্রিল বৈধভাবে থাকার অনুমতি ও প্রত্যাবাসন এড়াতে দেওয়া সুরক্ষা প্রত্যাহার করে নেওয়ার আগেই তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হচ্ছে, ফেডারেল সরকারের দেওয়া এক নোটিসে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

৫ লাখ ৩০ হাজার লাতিন আমেরিকান যুক্তরাষ্ট্রে যান আগের প্রেসিডেন্ট জোবাইডেনের সময়কার এক স্পন্সরশিপ কর্মসূচির অধীনে, যেটি সিএইচএনভি নামে পরিচিত। কর্মসূচির আওতায় তাদের বৈধ অভিবাসী হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই ট্রাম্প এ কর্মসূচি বাতিল করে দেন।

পূর্ববর্তী নিবন্ধহিথ্রো বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু, ক্ষতিগ্রস্ত ২ লাখ যাত্রী
পরবর্তী নিবন্ধগাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল ধ্বংস করলো ইসরায়েল