চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা ৫ জন যাত্রীর কাছ থেকে ১২০০ গ্রাম স্বর্ণ আটক করা হয়। পরবর্তীতে ব্যাগেজ বিধিমালা অনুসরণ করে ৫ জন যাত্রীকে ৫০০ গ্রাম স্বর্ণ প্রদান করে ৩৫ লাখ টাকা রাজস্ব আয় এবং বাকি ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের দাম প্রায় সোয়া এক কোটি টাকা।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় জেদ্দা থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি–১৩৬ যোগে আসা ৫ জন যাত্রীর কাছ থেকে উপরোক্ত স্বর্ণ আটক করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল আজাদীকে জানিয়েছেন, জেসমিন আক্তার নামের একজন যাত্রীর কাছে ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী ট্যাক্স আদায় করে উক্ত যাত্রীকে ১০০ গ্রাম স্বর্ণ দেওয়া হয় এবং বাকি ১০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। মোহাম্মদ নাসির নামের অপর যাত্রীর কাছে ২৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা মোতাবেক যাত্রীকে ১০০ গ্রাম স্বর্ণ দিয়ে বাকি ১৫০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। মোহাম্মদ মাসুম করিম চৌধুরী নামের একজন যাত্রীর কাছে ৩০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এর মধ্যে ১০০ গ্রাম স্বর্ণ দিয়ে বাকি ২০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। কাজী মনোয়ারা বেগমের ২৫০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম দিয়ে বাকি ১৫০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। ইয়াসমিন আক্তারের ২০০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম স্বর্ণ দিয়ে বাকি ১০০ গ্রাম জব্দ করা হয়েছে। পাঁচ যাত্রীর কাছে মোট ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণ ছিল। যার মধ্যে ৫০০ গ্রাম যাত্রীদের দেওয়া হয়। বাকি ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। উক্ত পাঁচ যাত্রীর কাছ থেকে ৩৫ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের দাম প্রায় এক কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়ে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।









