৫ বছর পর টেস্ট দলে ফিরলেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৫ জুন, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

ঝড়ো ব্যাটিংয়ের জন্য বিশেষ খ্যাতি আছে গ্লেন ম্যাক্সওয়েলের। এ কারণেই কি না ধৈর্যের খেলা টেস্ট ক্রিকেটে তাকে এক প্রকার ব্রাত্য হয়েই থাকতে হতো। তবে দীর্ঘ পাঁচ বছর পর ফের সাদা পোশাকে নামতে যাচ্ছেন এই অসি ব্যাটিং অলরাউন্ডার।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন ট্রাভিস হেড। আর তাতেই কপাল খুলে গেছে ম্যাঙওয়েলের। এক অফিসিয়াল বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ম্যাক্সওয়েল। পরবর্তী পাঁচ বছর তাকে টেস্ট দলের আশপাশেও দেখা যায়নি।

মাত্র ৯ টেস্টের ক্যারিয়ারে এক সেঞ্চুরিতে তার রান ৩৩৯। পাশাপাশি অফ স্পিনে উইকেট নিয়েছেন ৮টি। টেস্টে অনিয়মিত হলেও সাদা বলের ক্রিকেটে নিয়মিত ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কা সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলছেন তিনি।

তবে টেস্ট স্কোয়াডে ডাক পেলেও একাদশে জায়গা পেতে তাকে লড়তে হবে মিচেল মার্শ ও জশ ইংলিসের সঙ্গে। আগামী বুধবার থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৮ জুলাই থেকে শুরু দ্বিতীয় টেস্ট।

পূর্ববর্তী নিবন্ধমিচেল-ব্লান্ডেলের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড
পরবর্তী নিবন্ধশেষ পর্যন্ত বাদই পড়তে হলো মোমিনুলকে