৫ দিনের মাথায় সীমান্তে আবার স্থলমাইন বিস্ফোরণ

উড়ে গেল গরু ব্যবসায়ীর পা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | রবিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

পাঁচ দিনের মাথায় নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার উড়ে গেছে গরু ব্যবসায়ীর বাম পা। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর আড়াইটায় নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি বর্ডার গার্ড অবজারভেশন পোস্ট (বিওপি) ৪৫ পিলার এলাকায়। ঘটনাস্থল হলো জামছড়ি বিওপির বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে সালিডং বিজিপি ক্যাম্প এলাকায়। তার নাম মো. গোলাম আকবর (২৫)। তিনি সদর ইউনিয়নের জামছড়ি গ্রামের ছৈয়দ আজিমের ছেলে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি সীমান্তে ৪৪ নম্বর পিলারের এসটুর জামছড়ির সাপমারাঝিরি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এক কাঠুরিয়ার। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে চোরাইপথে মিয়ানমারের ওপারে গরু আনতে যান গোলাম আকবর। বেলা আড়াইটার দিকে ২টি গরু নিয়ে সীমান্ত পার হওয়ার সময় একটি গরু অন্যদিকে চলে যায়।

গরুটাকে ফিরাতে গিয়ে মিয়ানমার বাহিনীর পুঁতে রাখা স্থলমাইনের তারে আকবরের বাম পা টান খায়। এতে মাইনটির বিস্ফোরণ ঘটলে তার বাম পা উড়ে যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শাহজাহান।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হওয়ায় নির্বাচন করতে পারবেন না : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধএকে ৪৭ রাইফেলসহ বিপুল আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধার