রাঙ্গুনিয়া ও রাঙামাটির–বান্দরবান মানুষের যাতায়াত সড়কে কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য ৫ দিন বন্ধ থাকার পর সচল হয়েছে চন্দ্রঘোনা ফেরী। গতকাল রোববার ভোর থেকে চন্দ্রঘোনা ফেরী চালু করা হয়। এর আগে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের এক নির্দেশনা মোতাবেক গত ১৩ মে ভোর থেকে বন্ধ রাখা হয় চন্দ্রঘোনা ফেরী। ফেরী বন্ধ থাকায় রাঙামাটি বান্দরবান সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। নদীতে যাত্রী পারাপারে একমাত্র ভরসা ছিলো ছোট ছোট সাম্পান। এতে করে নদীতে পারাপারকারী যাত্রী, গাড়ি চালকসহ সকলে চরম দুর্ভোগের মধ্যে পড়েন। তবে পুনরায় ফেরী চলাচল শুরু হওয়াতে এই দুর্ভোগ কমেছে। স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন যাত্রীসহ এলাকাবাসীর। রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, কর্ণফুলী নদীর নাব্যতা সংকটে ড্রেজিং কাজ চলমান থাকায় ৫ দিন বন্ধ রাখা হয় চন্দ্রঘোনা ফেরী। কাজ শেষে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে।