৫ দফা দাবিতে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের স্মারকলিপি

| সোমবার , ৪ অক্টোবর, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিষদের চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার সভাপতি আবদুল মতিন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তারেক, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নুরুল নবী, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম টিপু, আবদুস সাত্তার, মোহাম্মদ ইছহাক, মোহাম্মদ ইউসুফ প্রমুখ নেতৃবৃন্দ।
স্মারকলিপি গ্রহণকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বলেন, কর্মচারীদের যুক্তিসঙ্গত দাবিসমূহ জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুততম সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হবে। তিনি সরকারি কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে
পরবর্তী নিবন্ধদু’দেশের সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ গ্রহণ জরুরি