আগামী ৫ আগস্ট পালিত হবে জুলাই অভ্যুত্থান দিবস। দিনটিতে সরকারি ছুটির সঙ্গে ব্যাংকিং কার্যক্রমও বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহীদের কাছে পাঠিয়েছে। প্রবল গণআন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দিনটিকে জুলাই অভ্যুত্থান দিবস ও সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। খবর বিডিনিউজের।