৫ আগস্টের মধ্যে যে কোনো মূল্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘দেশব্যাপী সংস্কারের আলাপ–আলোচনা চলছে। আমরা বলেছি, ৫ অগাস্টের মধ্যে যে কোনো মূল্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে। সঙ্গে ‘জুলাই ঘোষণাপত্র’ও ঘোষণা করতে হবে। ঐক্যমত্য কমিশনে যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এনসিপি সেই ‘জুলাই সনদে’ সমর্থন দেবে না।’ খবর বিডিনিউজের।
‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে শেরপুরে শহরের থানা মোড়ে এসসিপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘শেরপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশইন করা হচ্ছে। আমরা পুশইনের বিরোধিতা করেছি। আমরা ভারত সরকারকে বলেছি, সীমান্তে আমরা কোনো হত্যাকাণ্ড ও পুশইন মেনে নেব না। আমরা বলেছি, যদি পুশইন করতে হয় আওয়ামী লীগের সন্ত্রাসীদের এবং শেখ হাসিনাকে পুশইন করুন।’
জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়ার সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।