৪৮ ঘণ্টার প্রাইম মুভার ধর্মঘট আজ থেকে

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ অক্টোবর, ২০২৪ at ১১:২৪ পূর্বাহ্ণ

চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবিতে ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়ন। গতকাল রোববার প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. সেলিম খান।

প্রাইমমুভার ট্রেইলার ড্রাইভার/হেলপারদের নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র প্রদান, সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরি, শ্রমঘণ্টা বাস্তবায়নসহ অন্যান্য দাবিতে আজ সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করবে।

চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, আমাদের যৌক্তিক দাবিগুলো মানা না হলে সর্বাত্মক কর্মসূচি পালন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলার সাবেক মহাপরিচালক লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধঢাকায় বাজাজ মোটরসাইকেলের সার্ভিস ক্যাম্প ও মেলার আয়োজন করল উত্তরা মোটর্স