মীরসরাই ট্রাজেডির ১০ম বার্ষিকী গতকাল পালিত হয়েছে। ২০১১ সালের এই দিনে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার সময় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছিল ৪৫ স্কুলছাত্র সহ ৪৭ জন। এই ট্রাজেডি উপলক্ষে গতকাল ( ১১ জুলাই) রবিবার সকাল ১০টায় পৃথক দুটি শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে ভিন্ন ভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। নিহত শিক্ষার্থীদের স্মৃতির প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা।
মীরসরাই উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর পুত্র মাহবুব রহমান রুহেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর ভূঞা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন ১৩নং মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী ও ১১ নং মঘাাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সেক্রেটারী ইব্রাহিম খলিল ভূঞা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা প্রমুখ। কর্মসূচির মধ্যে আরো ছিল আবুতোরাব উচ্চ বিদ্যালয়ে কোরআন খানি ও দোয়া মোনাজাত।