৪৪২ বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় ট্রাকচালকের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ৪৪২ বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় মো. নজরুল ইসলাম মুন্সী নামের এক ট্রাকচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর জজ মো. সরওয়ার আলম এই রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়। এ সময় নজরুল ইসলাম মুন্সী কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত নজরুল মাদারীপুরের শিবচরের কালিপুর এলাকার মৃত গফুর মুন্সীর ছেলে।

জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক ট্রাকচালক নজরুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আদালতসূত্র জানায়, ২০১৯ সালের সীতাকুণ্ডের একটি সিএনজি পাম্পের সামনে থেকে ট্রাকচালক মো. নজরুলকে ৪৪২ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়। এরপর পুলিশ তদন্ত করে প্রতিবেদন দিলে নজরুলের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধড্রাইভার আশরাফকে সাময়িক বরখাস্ত
পরবর্তী নিবন্ধপ্যারিসে বিনিয়োগ সামিটে সিএমসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাসেল মাহমুদের যোগদান