৪২ ঘণ্টা পর কর্ণফুলীতে নিখোঁজ দুই তরুণের মরদেহ উদ্ধার

কাপ্তাই ও রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৬:২৬ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ দুই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতারঘাট অংশেই পর্যটক প্রিয়ন্ত দে (১৬) ও শাওন দত্তের (১৭) মরদেহ ভেসে উঠে। এর আগে, একই স্থানে গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গোসল করতে নেমে নদীতে ডুবে যায়। ডুবে যাওয়ার ৪২ ঘণ্টা পর মৃতদেহ ভেসে উঠল।

কাপ্তাই উপজেলার ওয়াগ্‌গা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. সরোয়ার হোসেন জানান, গত মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা ৯ জনের একটি দল কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর সীতারঘাটে বোট নিয়ে আসে। পরে দুপুরে তাদের মধ্যে থেকে ৩ জন নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে প্রিয়ন্ত দে ও শাওন দত্ত নামে দুজন নদীতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজ দুজনের মৃতদেহ সকাল ৭টা ৩০ মিনিটে একই স্থানে ভেসে উঠেছে।

চন্দ্রঘোনা থানার ওসি মো. শাহজাহান কামাল বলেন, দুই কিশোর কর্ণফুলী নদীর যে স্থানে ডুবে গিয়েছিল সেখানেই তাদের লাশ ভেসে উঠে। লাশ উদ্ধার করে কাপ্তাই থানায় নিয়ে আসা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, নদীতে ডুবে নিখোঁজ দুজনের মরদেহের খোঁজ মিলেছে। ফায়ার সার্ভিস মৃতদেহ উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দিয়েছে। রাঙামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, পুলিশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচেরাগী মোড় থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপতেঙ্গা সৈকত হবে আন্তর্জাতিক মানের