৪১৯ যাত্রী নিয়ে মদিনায় গেল চট্টগ্রামের প্রথম হজ ফ্লাইট

হজযাত্রীদের মাঝে ওষুধ বিতরণ করেন মেয়র, দিলেন প্রয়োজনীয় পরামর্শ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ মে, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেছে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। বাংলাদেশ বিমানের বিজি১৩৭ (বোয়িং৭৭৭) নামের উদ্বোধনী ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছে। গতকাল শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে এ হজ ফ্লাইট। প্রথমদিনের ফ্লাইট ঘিরে এদিন সকাল থেকে চট্টগ্রাম বিমানবন্দরে হাজী ও তাদের স্বজনদের ভিড় দেখা গেছে। অনেকেই প্রিয় মানুষকে হজের জন্য বিদায় জানাতে বিমানবন্দরে ছুটে এসেছেন। এসময় বিমানবন্দর এলাকায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। বিমানবন্দর কর্তৃপক্ষও হাজীদের জন্য সবরকম সুযোগ সুবিধা প্রস্তুত রেখেছিলেন।

গতকাল শনিবার দুপুর আড়াইটায় প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। সভাপতিত্ব করেন বিমান চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক আল মামুন ফারুক। এসময় মেয়র হজযাত্রীদের মাঝে প্রয়োজনীয় মেডিসিন, খেজুর, আতরসহ নানা উপহার বিতরণ করেন এবং তাদের হজকালে সুস্বাস্থ্য রক্ষার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। হাজীরা সাধারণত যেসব অসুস্থতা মোকাবিলা করেন সেগুলোর বিষয়ে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন এবং অসুস্থ হলে করণীয় সম্পর্কে হাজীদের পরামর্শ দেন মেয়র। তিনি হাজীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া কামনা করেন এবং চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম সফল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য তাদের বিশেষভাবে অনুরোধ জানান।

এসময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বলেন, এবার চট্টগ্রাম থেকে মোট ১৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ১৪টি যাবে জেদ্দায় এবং ৩টি মদিনায়। সব মিলিয়ে চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬১৮ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। তিনি বলেন, হাজীদের আমরা বিশেষ নজরে দেখছি। হাজীদের যাতে কোনো সমস্যা না হয় আমরা সবরকম ব্যবস্থা করেছি। অনেক সময় হাজীদের জিনিসপত্র চুরি হয়ে যায়। এজন্য আমরা কঠোর নিরাপত্তা জোরদার করেছি। কয়েক স্তরে আমদের নিরাপত্তা বাহিনী রয়েছে। এর বাইরে আমাদের সাদা পোশাকে লোক রয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, আমরা খুব সতর্কতার সাথে হাজীদের দেখাশোনা করছি। অনেক বৃদ্ধ লোক রয়েছেন তাদের যাতে কোনো সমস্যা না হয় আমরা ব্যবস্থা করেছি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান শরীয়ত উল্ল্যাহ শহীদ, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. আবু জাফর, হাব সেক্রেটারি মো. আব্দুল মালেক, আটাব সেক্রেটারি মো. ইদ্রিস মিয়াসহ হাবআটাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

গত ২০ বছর ধরে প্রশিক্ষক হিসেবে হজে যান চট্টগ্রামের শাহ আমানত হজ কাফেলার পরিচালক শাহজালাল। তিনি বলেন, আমাদের তত্ত্বাবধানে যারা যান তাদের হজের যাবতীয় নিয়মকানুন শিখিয়ে দিই। হজ পালনে পবিত্র স্থানসমূহ জিয়ারত করা এটা আসলে অনেক বড় সৌভাগ্যের কাজ। নিজে হজ পালনের পাশাপাশি গত ২০ বছর ধরে পরম তৃপ্তির জায়গা থেকে এ কাজটি করছি।

আনোয়ারা থেকে আসা এক হাজী বলেন, অনেকদিনের নিয়ত অবশেষে পূরণ হতে চলেছে। এটা জীবনের অন্যতম একটি অংশ। অনেক ভালো লাগছে। পরিবারের জন্য, দেশবাসীর জন্য দোয়া করবো।

জানা গেছে, এ বছর ৮৭ হাজার ১০০ হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। পবিত্র হজ পালনের লক্ষ্যে গত সোমবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়ে গেছে হজ ফ্লাইট। চলবে ৩১ মে পর্যন্ত। এবার হজযাত্রীদের মধ্যে সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন্য এবার হজে যাবেন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজের আগে ১১৮টি এবং হজের পরে ১০৯টি ফ্লাইট পরিচালনা করবে। সৌদি এয়ারলাইনস হজের আগে ৮০টি এবং হজের পরে ৭৯টি ফ্লাইট পরিচালনা করবে। আর ফ্লাইনাস এয়ার হজের আগে ৩৪টি এবং হজের পরে ৩৫টি ফ্লাইট পরিচালনা করবে। হাজীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আসবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আসবে ১০ জুলাই।

পূর্ববর্তী নিবন্ধকাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে এক সময় দেশ সেরা ক্যান্সার হাসপাতাল হবে