৪১০ জন হজযাত্রী নিয়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট গতকাল রোববার ঢাকা ছেড়েছে। সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই হজ ফ্লাইটটি হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। বিমানের এ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় দুপুর পৌণে ১টায় জেদ্দায় পৌঁছার কথা। খবর বাসসের।
এর আগে, গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কার্যক্রম উদ্বোধন করেন। এদিকে, প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাওয়ার সময়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান। এ বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫শ’ ৮৫ জন হজযাত্রী সৌদি আরব যাবেন।