সীতাকুণ্ডে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে চারটি মামলা দায়ের করেন। এসব মামলায় বিএনপির ৪৮ নেতাকর্মীকে এজাহার নামীয় আসামি করার পাশাপাশি ৩৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, বেআইনিভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহাসড়ক অবরোধের মাধ্যমে যানজটের সৃষ্টি করা, পুলিশের কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ৩৬০ জনকে আসামি করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতাকর্মীর ছুড়ে মারা ইটপাটকেলের আঘাতে উপ-পরিদর্শক (এসআই) টিবলু মজুমদার, নির্মল ত্রিপুরাসহ দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এদিকে বিএনপির নেতাকর্মীরা জানান, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হঠাৎ কিছু আওয়ামী লীগের নেতাকর্মী এসে বাধা দেয়। পরে তারাই পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে। গণমানুষের কাছে তাদের অবস্থান বুঝতে পেরে সরকার পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগকে আমাদের ওপর লেলিয়ে দিচ্ছে। আমাদের রাজপথ থেকে সরাতে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় আসামি করছে।