৪০ স্থাপনা উচ্ছেদ উদ্ধার ৪ কাঠা ভূমি

সিডিএর অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ আগস্ট, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গতকাল এক অভিযানে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। উদ্ধার করা হয়েছে চার কাঠা মূল্যবান ভূমি। নগরীর কাঠগড় মোড় এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থার ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা দায়রা জজ) তাহমিনা আফরোজ চৌধুরী।

গতকাল রোববার সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সড়কের পাশে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও গ্যারেজ উচ্ছেদ করা হয়। ক্রমান্বয়ে অন্যান্য স্থানেও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে বলে সিডিএ সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদশদিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল শুরু
পরবর্তী নিবন্ধসেবামূলক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে হবে