চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে পতেঙ্গার ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মুজিবুল হকের নেতৃত্বে ধানের শীষের পক্ষে পতেঙ্গা ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয় দুই নির্বাচনী কেন্দ্রের যৌথ উদ্যোগে ২৮ জানুয়ারি পশ্চিম মুসলিমাবাদ মোড় থেকে মিছিল শুরু হয়ে মোহাম্মদ পাড়া, জেলেপাড়া, হাফিজুর স্কুল ঘুরে কাটগড় বিএনপির কার্যালয়ের সামনে মিছিলটি শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন, আবু জাফর, হারুন কোম্পানি, আব্দুল হাকিম, গিয়াস উদ্দিন, মঞ্জুর কাদের, নগর কৃষক দল নেতা মোশারফ উদ্দিন, মো. ছাবের,নূর মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম, মো. হারুন, ইব্রাহিম খলিল, মো. মুসলিম, নুরুল আবছার ভুট্টো, আজাদ, দিদার, শাহানুর, বশির, জহুর আলম, মাহাবুব, মোহাম্মদ ওসমান। প্রেস বিজ্ঞপ্তি।












