৪০নং ওয়ার্ড বিএনপির পর্যালোচনা ও কর্মীসভা গত শনিবার কাটগড় ধুমপাড়াস্থ ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. হারুনের বাসভবনে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুর কাদেরের সঞ্চালনায় ও সভাপতি হাজী হারুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিমুর রহমান নাজিম। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া। বক্তব্য রাখেন পতেঙ্গা থানা বিএনপির সভাপতি ডা. নুরুল আবছার, সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ডের অনুমোদিন কমিটি ও প্রস্তাবিত কমিটির সকল নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।