নগরীর আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসের উদ্যোগে ভূমি সংক্রান্ত জটিলতা নিয়ে মানুষের ভোগান্তি নিরসনে, ভূমি সেবায় স্বচ্ছতা–জবাবদিহিতা নিশ্চিতকল্পে সরাসরি ভূমি সেবা বিষয়ক তথ্য ও পরামশ দিতে গণশুনানি গতকাল সোমবার সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উক্ত গণশুনানি পরিচালনা করেন আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান। এসময় ভারপ্রাপ্ত কানুনগো তনক চাকমাসহ অফিসের অন্যান্য কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গণশুনানিতে আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসের আওতাধীন আগত সেবাপ্রার্থীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধান দেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান তুরান। গণশুনানিতে নামজারী মামলা, মিস মামলা, ভূমি উন্নয়ন করসহ আরো একাধিক বিষয়ে প্রায় ৪০ জন সেবাপ্রার্থীকে তাৎক্ষণিক সেবা প্রদান করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান বলেন, জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। একজন মানুষও যাতে ভোগান্তির শিকার না হয়, সেজন্য ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা তৎপর রয়েছেন। আমরা সবসময়ই চেষ্টা করি সর্বোচ্চ সেবা দিতে। তিনি বলেন, ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে পর্যায়ক্রমে এ গণশুনানি অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।












