পাঁচ দফা দাবিতে চলমান প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) প্রশাসন সব বিভাগ ও ব্যাচভিত্তিক পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও অনিশ্চিত পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন বিভাগ ও ব্যাচভিত্তিক সব পরীক্ষা স্থগিত থাকবে।
স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। পরীক্ষার সময়সূচি বিভাগীয় নিয়ম অনুযায়ী পুনঃনির্ধারণ করা হবে।
উল্লেখ্য, প্রকৌশল অধিকার আন্দোলনের কারণে কয়েকদিন ধরেই চুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি আন্দোলনকারীরা বিভিন্ন সময় সড়ক অবরোধ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে। আন্দোলনের মূল দাবি, বিএসসি প্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষা, নিয়োগে কোটা বৈষম্য দূরীকরণ এবং অন্যান্য সংশ্লিষ্ট দাবি বাস্তবায়ন করা।