৪ লাখ ৩৮ হাজার ডলারে বিক্রি ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:৫৬ পূর্বাহ্ণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম অ্যাশেজ সিরিজে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পরা ব্যাগি গ্রিন ক্যাপটি কিনে নিয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর। যার মূল্য পড়েছে চার লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার। ১৯৪৬৪৭ মৌসুমে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলা পাঁচ টেস্টের সিরিজে ক্যাপটি পরেছিলেন ব্র্যাডম্যান। তার নেতৃত্বে সিরিজটি ৩০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার জাদুঘর ক্যাপটি সংগ্রহ করলেও, এটি কেনার অর্ধেক খরচ দিয়েছে ফেডারেল সরকার। ব্যাগি গ্রিনটি কেনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষিত হয়েছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী টনি বার্ক। এমন অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া কঠিন হবে, যিনি গ্রেট ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেননি, নিঃসন্দেহে তিনি সর্বকালের সেরা ক্রিকেটার। এখন অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরে তার একটি আইকনিক ব্যাগি গ্রিন থাকার অর্থ হলো, দর্শনার্থীরা তা কাছ থেকে দেখতে পারবেন এবং আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। ব্র্যাডম্যানের যে ১১টি ক্যাপ আছে বলে জানা যায়, এর একটি এটি। তার আরেকটি ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে স্থান পেয়েছে। বাকি ৯টি এখনও ব্যক্তিগত মালিকানায় আছে। জাদুঘরের সমপ্রতি খোলা ল্যান্ডমার্কস গ্যালারিতে ব্র্যাডম্যানের অন্যান্য স্মারকগুলির সঙ্গে ক্যাপটি রাখা হয়েছে, যেখানে অস্ট্রেলিয়ার ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে বরণ ও বিদায়
পরবর্তী নিবন্ধ২২ বছর পর বাংলাদেশের হাত ধরে ডারউইনে ফিরতে পারে টেস্ট ক্রিকেট