৪ কৃষককে অপহরণের অভিযোগ রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ৯ জানুয়ারি, ২০২৩ at ৪:১৯ পূর্বাহ্ণ

টেকনাফে চার কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে ‘রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে। গতকাল রবিবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের বড় লেচুয়া প্রাং গ্রামের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন, স্থানীয় ফজলুল করিমের ছেলে আব্দুল হাকিম, ছৈয়দ হোছন প্রকাশ গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান, আবুল হোছনের ছেলে আব্দুস সালাম ও রাজা মিয়ার ছেলে মুহিব্বুল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

তিনি জানান, রাতে বড়লেচুয়া প্রাং গ্রামে ক্ষেত পাহারা দেওয়ার সময় ৪ জন কৃষককে ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’ তুলে নিয়ে গেছে এমন খবর পেয়ে পুলিশকে বিষয়টি অবহিত করি। পাহাড়ি এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। স্থানীয় কিছু মানুষ এদের সহযোগী রয়েছে। তবে এখনো অপহরণকারীরা চার কৃষকের কারো পরিবারের কাছে মোবাইলে বা অন্যকোন উপায়ে মুক্তিপণ দাবি করেনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ অপহৃত চার কৃষককে উদ্ধারে তৎপরতা শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধদুর্ঘটনায় আহত সেই স্কুলছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধ২০ কেজি রান্না করা বাসি মাছ-মাংস ধ্বংস