কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪টি ইউনিট বর্তমানে সচল রয়েছে। এই ৪টি ইউনিট থেকে উৎপন্ন হচ্ছে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপাতত ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। সেটি চালু করা সম্ভব হলে আরো ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
জানা গেছে, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে উৎপন্ন হচ্ছে ৪৪ মেগাওয়াট বিদ্যুৎ, ৩ নম্বর ইউনিট থেকে উৎপন্ন হচ্ছে ৪৮ মেগাওয়াট বিদ্যুৎ, ৪ নম্বর ইউনিট থেকে উৎপন্ন হচ্ছে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ এবং ৫ নম্বর ইউনিট থেকে উৎপন্ন হচ্ছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ।
বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট সম্পর্কে ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ২ নম্বর ইউনিটটি প্রায় ৬ মাস আগে বন্ধ রাখা হয়েছিল। ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ইন্ড্রি হাউড্রোওয়ের প্রকৌশলীদের দ্বারা ২ নম্বর ইউনিটের কাজ সমাপ্ত করা হয়। এই কাজে ইতালির শ্রমিকদেরও সহযোগিতা নেওয়া হয়। তবে ২ নম্বর ইউনিটটি পুরোপুরি সচল করার জন্য কমিশনিং এর কাজ বাকী রয়েছে। ভারত থেকে দক্ষ প্রকৌশলী এনে কমিশনিংয়ের কাজ করার পর ২ নম্বর ইউনিটটি চালু করা সম্ভব হবে বলে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান। তবে ঠিকাদারী প্রতিষ্ঠান এখন পর্যন্ত ভারত থেকে দক্ষ ও উপযুক্ত প্রকৌশলী আনতে না পারায় কমিশনিং করা সম্ভব হচ্ছে না। যার ফরে ২ নম্বর ইউনিটও সচল করা যাচ্ছে না।
এদিকে কাপ্তাই লেকে রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী এখন (২২ সেপ্টেম্বর) পানি থাকার কথা ১০৩.৯০ ফুট মীন সী লেভেল (এম এস এল)। কিন্তু লেকে এখন পানি রয়েছে ১০৭.০৫ ফুট মীন সী লেভেল (এম এস এল)। অর্থাৎ নির্দিষ্ট পরিমাপের চেয়ে কাপ্তাই লেকে এখন ৪ ফুট পানি বেশি রয়েছে। অব্যাহত ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল এবং উজান থেকে পানির ধারা নেমে আসায় কাপ্তাই লেকে পানির উচ্চতা এই মুুহূর্তে বেশি রয়েছে বলে কাপ্তাই লেক পরিচালনা সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।
কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, এবার বর্ষার শুরুতে পার্বত্য অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। যে কারণে ভরা বর্ষায় কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়তে পারেনি। তবে বর্ষা মৌসুমের শেষে হঠাৎ বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। টানা ভারী বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পায়। লেকে পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বাড়ানো হয়েছে।