৪ অক্টোবর পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ২ অক্টোবর, ২০২৪ at ১০:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জ আওতাধীন বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের অন্তর্গত খৈয়াছড়া ঝর্ণাটি সংস্কার কাজের জন্য কিছুদিন বন্ধ থাকার পর ৪ অক্টোবর (শুক্রবার) থেকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দর্শনার্থীদের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে।

বুধবার (২ অক্টোবর) খৈয়াছড়া ঝর্ণা এলাকার খাবার হোটেল মালিক, ট্যুরিস্ট গাইড এবং পার্কের ইজারাদারের প্রতিনিধিদের সমন্বয়ে এক আলোচনা সভা সম্পন্ন হয়।

এ সময় চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো: আশরাফুল আলম, বড়তাকিয়া বিট মো: মামুনসহ বিভিন্ন বিট অফিসে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সভায় দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা, পরিবেশ দূষণ রোধ, ট্যুরিস্টদের অধিকতর সেবা প্রদানের জন্য হোটেলের খাবারের মান ও দাম নির্ধারণ এবং অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

উল্লোখ্য, গত ২৭ সেপ্টম্বর পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর পর শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংস্কার কাজের কথা জানিয়ে সাময়িক বন্ধ ঘোষণা করে চট্টগ্রাম উত্তর বনবিভাগ।

পূর্ববর্তী নিবন্ধদিনমজুর পিতা দামি মোবাইল কিনে না দেওয়ায় তরুণের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা