২০২০–২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব–কমিটি। এক বিজ্ঞপ্তিতে আগামী ৪ অক্টোবর থেকে এ ক্লাস শুরু করার নির্দেশনা দেয়া হয়েছে কলেজগুলোকে। করোনা মহামারির কারণে স্কুল–কলেজ বন্ধ থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক। অনলাইনে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কলেজগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পক্ষ থেকেও এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড–১৯ এর কারণে শ্রেণিকক্ষে আপাতত পাঠদান সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সে উদ্দেশ্যে ২০২০–২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের আগামী ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।