৩৮নং ওয়ার্ডে হযরত ইমাম হাসান ও হোসাইন (রা.) এতিমখানার সভা

| রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ১১:০৬ পূর্বাহ্ণ

বন্দর নগরীর ৩৮নং ওয়ার্ডে হযরত কুরবান আলি শাহ (রহ) নগর সুন্নি ঐক্য পরিষদ কর্তৃক পরিচালিত হযরত ইমাম হাসান ও হোসাইন (রাঃ) নুরানী মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার সভা, দোয়া মাহফিল গত ৪ আগস্ট পরিচালনা কমিটির উপপ্রধান উপদেষ্টা মুহাম্মদ শাহিনের সভাপতিত্বে মাদরাসা মিলনতায়নে অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা ও সুন্নি ঐক্য পরিষদের সভাপতি এসএম পারভেজ কামাল ও সাধারণ সম্পাদক রাকিব খসরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুন্নি ঐক্য পরিষদ ও মাদরাসা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা লায়ন মুহাম্মদ শাহজাহান শরীফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুহাম্মদ আবদুল আজিম, হাজী মুহাম্মদ জসিম উদ্দিন, লায়ন হাজী মুহাম্মদ এরশাদ আলম, হাজী মুহাম্মদ আলম (রাজু)। উপস্থিত ছিলেন, রোটারিয়ান এম এ হালিম, মুহাম্মদ নুরুল আফছার, মুহাম্মদ তাজউদ্দিন, মুহাম্মদ সাহেদুর রহমান, হাজী মুহাম্মদ শাহজাহান কোম্পানি, মুহাম্মদ ছাবেত, হাজী মুহাম্মদ মাহবুব শরীফ খান (সানি), মুহাম্মদ ফাহিম, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ আব্দুল্লাহআল নোমান, মুহাম্মদ আবুল কালাম।

সংক্ষিপ্ত দোয়া মাহফিল ও আখেরি মোনাজাত পরিচালনা করেন হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানীয়া ফাজিল মাদরাসার আরবী সিনিয়র প্রভাষক আল্লামা বেলাল উদ্দীন নোমানী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি ট্রাফিক দক্ষিণের সভায় টিআই ও সার্জেন্টরা পুরস্কৃত
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি