৩৮ নং ওয়ার্ড নোয়াপাড়ায় গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কল্লোল সংঘের সভাপতি শেখ নওশেদ সারোয়ার পিলটু। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কারাতে এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মো. হাসান। এসময় উপস্থিত ছিলেন নুর মোহাম্মাদ, শহীদ শেঠ, রুবেল দে, সাজ্জাদুর রহমান শুভ, নাজমুল হাসান, গাউসিয়া কমিটি বন্দর শাখার মো. মাসুদ প্রমুখ।