৩৮নং ওয়ার্ড আ. লীগ সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

| রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম হাসান মুরাদের আশু রোগ মুক্তি কামনায় ওয়ার্ড যুবলীগের উদ্যোগে গত ৯ জুলাই স্থানীয় নিশ্চিন্তাপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমজিদের খতিব মাওলানা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রেজভীর পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. হাসান, মহানগর যুবলীগের সদস্য ও ৩৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আজিম, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, মো. জামাল, মো. এরশাদ মেম্বার, এম এ হান্নান রুবেল, জয়নাল আবেদীন, ইউসুপ সওঃ, সারওয়ার হোসেন, রাজু আহমেদ, ইয়াছিন নিজামী বাপ্পা, আতিকুর রহমান জিতু, মো. এরশাদ, শহিদুজ্জামান অনিক, জুবায়ের আহমেদ জয় প্রমুখ। উল্লেখ্য হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসৌদিতে হৃদরোগে লোহাগাড়ার যুবকের মৃত্যু