দীর্ঘ ৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা। নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভোটগ্রহণ শেষে ফল প্রকাশে শুক্রবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এর আগে ১৬টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৬২ সালে রাকসুর যাত্রা শুরু। স্বাধীনতা–পরবর্তী সময়েও এটি ছিল শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রধান প্ল্যাটফর্ম। তবে ১৯৮৯ সালের পর থেকে এটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। দীর্ঘ তিন দশকের অপেক্ষার পর রাকসু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ, যা হয়তো বদলে দিতে পারে বিশ্ববিদ্যালয়ে রাজনীতির গতিপথ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের আগের দিন গতকাল বুধবার ক্লাস–পরীক্ষা বন্ধ ছিল। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে সব প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। বহিরাগত প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। দুই হাজার পুলিশ সদস্য পালাবদল করে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে বহিরাগত প্রবেশ রোধে সর্বোচ্চ নজরদারি করা হচ্ছে। এখন আমরা সুষ্ঠু ভোটের অপেক্ষায় আছি।