অবৈধ জাল নির্মূলে মৎস্য বিভাগের চলমান বিশেষ কম্বিং অপারেশন গতকাল মঙ্গলবার কর্ণফুলী নদীর মোহনা ও তৎসংলগ্ন সমুদ্র উপকূলে পরিচালিত হয়েছে। অভিযানে ১১ লাখ ৪০ হাজার টাকার ৩৪টি জাল জব্দ করা হয়।
এসময় ২১ জন জেলেকে পাঁচ হাজার টাকা করে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ২০০ কেজি মাছ। জব্দকৃত মাছ নগরের ১০ এতিমখানায় বিতরণ করা হয় এবং জালগুলো পুড়ে ধ্বংস করা হয়।
অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ-পরিচালক অধীর চন্দ্র দাস, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান, মৎস্য জরিপ কর্মকর্তা সৈয়দ হুমায়ূন মোরশেদ, সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান। এতে চট্টগ্রাম বন্দর, নৌবাহিনীর প্রতিনিধি ও নৌ পুলিশের প্রতিনিধিও অংশ নেন।










