৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

| শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১০:০০ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কোতোয়ালী থানা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জামির উদ্দিন নাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক লিমন, সদস্য সাইফুল আলম দীপু, ইমরান সিদ্দিকী জেকসন, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনা মানিক, সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইমরান হোসেন সহ নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরু আলম নুরু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ মামুন।

বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশনেত্রী বেগম জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে। সংগঠনের প্রত্যেক কর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং কর্মীসভা একটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ওযু করতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষিকার
পরবর্তী নিবন্ধ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির ‘এ’ ইউনিট কমিটি গঠনকল্পে কর্মীসভা