৩৩ স্কুলে শতভাগ পাশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

এবার এসএসসির ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৩৩টি স্কুলে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা গেছে। স্কুলগুলো হলো, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, সেন্ট প্ল্যাসিডস স্কুল এন্ড কলেজ, চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এবং কলেজ, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই, কোয়ান্টাম কসমো স্কুল, টিএসপি কমপ্লেঙ সেকেন্ডারি স্কুল, সন্দ্বীপ আনন্দ পাঠশালা, নবগ্রাম হাই স্কুল, লিডার্স স্কুল ও কলেজ চট্টগ্রাম, চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, তৌহিদুল আনোয়ার উচ্চ বিদ্যালয়, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, নেভিঅ্যাঙ্কোরেজ স্কুল ও কলেজ চট্টগ্রাম, সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজ, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, রেডিয়েন্ট স্কুল এন্ড কলেজ, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ, পেরাছড়া উচ্চ বিদ্যালয়, চিটাগং গ্রামার স্কুল, শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয়, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, গাচবান জুনিয়র উচ্চ বিদ্যালয়, কঙবাজার ইন্টারন্যাশনাল স্কুল, টেকনোসাইডার ইন্টারন্যাশনাল স্কুল, সৈয়দপুর হাসান শাহীমুর একাডেমি, গানার্স ইংলিশ স্কুল, বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ, ভাইবোন ছড়া বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলকি সহজপাঠ বিদ্যালয়, মেমন গ্রামার স্কুল এবং চকরিয়া ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল।

পূর্ববর্তী নিবন্ধফলাফলে নগরের সরকারি স্কুলগুলোর অবস্থান
পরবর্তী নিবন্ধ৫ বছর ধরে এগিয়ে মেয়েরা