৩২তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা ২৮ মার্চ শুরু

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৫ মার্চ, ২০২২ at ৯:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত ৩২তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ২৮ মার্চ। এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও স্পন্সর প্রতিষ্ঠান এস.এস ট্রেডিং এর ম্যানেজিং ডাইরেক্টর সাইফুল ইসলাম। এবারের প্রতিযোগিতায় ২৩ টি জেলা দলসহ মোট ২৬টি দল অংশগ্রহণ করছে।
দলগুলো হলো: বর্ডারগার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জেলা দলগুলো হলো: চট্টগ্রাম, ঢাকা, বান্দরবান, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, যশোর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, ফরিদপুর, জামালপুর, নড়াইল, রাজশাহী, পটুয়াখালী, বাগেরহাট, লালমনিরহাট, দিনাজপুর, গোপালগঞ্জ, জয়পুরহাট, হবিগঞ্জ, ফেনী, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তা, রেফারী ও দলসমূহের খেলোয়াড় মিলে মোট ৩২৮ জন খেলোয়াড় কর্মকর্তা চট্টগ্রামে অবস্থান করবে। এই প্রতিযোগিতার বাজেট ধরা হয়েছে বিশ লক্ষ টাকা । যেখানে হ্যান্ডবল ফেডারেশন দেবে পাঁচ লক্ষ টাকা । বাকি পনের লক্ষ টাকা স্পন্সর প্রতিষ্ঠান এস.এস. ট্রেডিং প্রদান করবে।
টুর্নামেন্টের প্রাক্কালে গতকাল সিজেকেএস সম্মেলন কক্ষে এক সংষবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন, প্রতিযোগিতার মিডিয়া কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। এছাড়া উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি আ.ন.ম. ওয়াহিদ দুলাল, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসেম, জহির আহমেদ, মোহাম্মদ শাহজাহান, নাছির মিয়া, রেখা আলম চৌধুরী, কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, সৈয়দ নূর নবী লিটন, এস এম ইকবাল মোর্শেদ, প্রতিযোগিতার চীফ কো অর্ডিনেটর আছলাম মোরশেদ, সাবেক হ্যান্ডবল খেলোয়াড় মো. মারুফ, স্পন্সর প্রতিষ্ঠানের হেড অব এইচআর ও এ্যডমিন মো. বখতিয়ার উদ্দীন প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধকেনিয়াকে হারিয়ে কাবাডির শিরোপা অক্ষুণ্ন বাংলাদেশের
পরবর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগের সুপার থ্রিতে সাউথ এন্ড ক্লাব