নগরীর সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে ৩২টি গাড়ি জব্দ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগ। গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করা হয়।
সিএমপির উপ-পুলিশ কমিশনার তারেকে আহমেদ আজাদীকে জানান, আমাদের নিয়মিত অভিযানে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় সিটি গেট এলাকায় মঙ্গলবার অভিযান পরিচালিত হয়েছে। যেসব গাড়ির কাগজপত্রে অসঙ্গতি রয়েছে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে। ট্রাফিক পশ্চিম বিভাগ সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে ১৩টি টমটম, ৬টি গ্রাম সিএনজি টেঙি, ৩টি সিএনজি টেঙি, ৪টি ব্যাটারি চালিত রিকশা, ১টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১টি বাস ও ২টি হিউম্যান হলার আটক করা হয়েছে।