৩১ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’

| শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৩০ পূর্বাহ্ণ

বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’ মুক্তি পাচ্ছে আজ শুক্রবার। সিয়াম আহমেদ ও নোভা আফরোজ অভিনীত সিনেমাটি দেশের ৩১ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। খবর বাংলানিউজের।
বাবা-ছেলের অন্যরকম দ্বন্দ্বের গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন রনি ভৌমিক। সংলাপ ও চিত্রনাট্যে রায়হান খানের। চলতি বছর ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ‘মৃধা বনাম মৃধা’র শুটিং, শেষ হয় সেপ্টেম্বরে। ১২ ডিসেম্বর সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়। পরিবারের বিভিন্ন গল্প ও সম্পর্কের অবক্ষয়সহ নানা দিক সিনেমাটিতে উঠে এসেছে। ২০ ডিসেম্বর সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয় রাজধানীর একটি প্রেক্ষাগৃহে। প্রিমিয়ারে বেশ প্রশংসিত হয় ‘মৃধা বনাম মৃধা’। সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টাচার্য, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টু প্রমুখ। তারিক আনাম খানকে বাবা ও সিয়াম আহমেদকে ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

পূর্ববর্তী নিবন্ধআবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন এস আই টুটুল
পরবর্তী নিবন্ধঅপূর্বকে নিয়ে পর্দায় আসছেন তিন্নি