৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কোন বৈষম্য থাকবে না : মোস্তাফিজুর রহমান

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৭:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা সম্ভব হলে দেশ আত্মনির্ভরশীল বৈষম্যহীন টেকসই গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত হবে। এরফলে রাষ্ট্র সংস্কারের পাশপাশিএ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন বৃদ্ধিসহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন থাকবে। এক কথায় বাংলাদেশ একটি অসামপ্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে নজির স্থাপন করবে। বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করতে হলে সকল মতভেদ ভূলে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি গতকাল মঙ্গলবার পারকি সৈকতের একটি রেস্টুরেন্টে আনোয়ারাকর্ণফুলী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন নজরুল ইসলাম, মুহাম্মদ আলম খান, তৌহিদুল ইসলাম তৌহিদ, আসাদুজ্জামান সাজ্জাদ, মো. সেলিম, জিয়াউর রহমান, জসিম উদ্দিন, আবদুল গফুর, আলমগীর খান, মোহাম্মদ সাঈদুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনবীনদের চবি উপাচার্যের বাংলো-শিক্ষক ক্লাবে প্রতীকী সিট বরাদ্দ দিল শিবির
পরবর্তী নিবন্ধপটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার