৩১ দফা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা

লিফলেট বিতরণকালে জিয়াউদ্দিন আশফাক

| শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসাধারণের মাঝে বিতরণ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনসংযোগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও চট্টগ্রাম১৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জিয়াউদ্দিন চৌধুরী আশফাক। এ সময় উপজেলার বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রহিম, মনির আহাম্মদ, আরিফুল ইসলাম রনি, হামিদুল ইসলাম হিরো, মামুন তালুকদার, মোঃ ফারুক, শাকিব তালুকদার সাইমন, মাহমুদ জিকু, মোঃ শাহেদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ দিদার, সৈয়দ নুর প্রমুখ। বন্দর কাফকো সেন্টার, মহালখান বাজার এলাকায় সর্বস্তরের মানুষের কাছে এসব লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে জিয়াউদ্দিন চৌধুরী আশফাক বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। এ লক্ষে আমরা কাজ করছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ