৩০টি মানবিক গল্প নিয়ে নাট্যকার বরজাহান

| শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

একটি দুটি নয়, একসঙ্গে ৩০টি সচেতনতামূলক মৌলিক গল্প নিয়ে নাটক লিখেছেন নাট্যকার বরজাহান হোসেন। আর মানবিক গল্পের এই নাটকগুলো প্রচার হবে পুরো রমজান জুড়ে। নাট্যকার বরজাহান হোসেনের রচনায় এগুলো নির্মাণ করেছেন মো. রুস্তম আলী, এম আাই মনির ও মিলন চিস্তি। নাট্যকার বরজাহান হোসেন জানান, পবিত্র রমজান মাসকে ঘিরে দেশে বিভিন্ন টিভি চ্যানেলে তার লেখা গল্পগুলো প্রচার হচ্ছে। এর মধ্যে দীপ্ত টিভিতে প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হচ্ছে একটি করে মানবিক নাটক। যা প্রচার হবে আগামী ৩০ রমজান পর্যন্ত। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আব্দুল্লাহ রানা, ঝুনা চৌধুরী, শফিক খান দিলু, আহসানুল হক মিনু, আমিন আজাদ, সূচনা শিকদার, রাসেদা রাখি, শেখ স্বপ্না, রেজমিন সেতু, তন্ময় সোহেল, শিশুশিল্পী সজীবসহ অনেকে।

নাট্যকার বরজাহান হোসেন বলেন, সমাজ সচেতনতামূলক বার্তা নিয়ে ইদানিং খুব একটা গল্প তৈরি হয় না বললেই চলে। কথিত টেন্ডি গল্পের জোয়ারে ভাসছে বাংলা নাটক। এমন গল্পের আড়ালে জীবন ঘনিষ্ঠ নাটকের সংখ্যা একেবারেই কমে গেছে। অথচ জীবন ঘনিষ্ঠ নাটকের কিন্তু বিশাল এক দর্শক আছে। যারা পারিবারিক জীবনবোধ ও মূল্যবোধের গল্প দেখতে চান। সেসব দর্শকদের কথা ভেবেই এবারের গল্পগুলো লেখা।

পূর্ববর্তী নিবন্ধগানের মাঝেই বেঁচে আছেন খালিদ হাসান মিলু
পরবর্তী নিবন্ধহযরত খাজা কালুশাহ (রহঃ) বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন