চট্টগ্রামে পদবী ও গ্রেড উন্নয়নের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালনের মধ্য দিয়ে তৃতীয় শ্রেণির কর্মচারীরা দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন। গতকাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীদের আন্দোলন থেকে নেতৃবৃন্দ বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ৫ ডিসেম্বর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। গত ১৫ নভেম্বর থেকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) অফিসে কর্মরতরা টানা পূর্ণদিবস কর্মবিরতি পালন করে আসছেন। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী চট্টগ্রামের পাশাপাশি সারাদেশে একই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান নেতৃবৃন্দ। তারা বলেন, কালেক্টরেট সহকারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দেয়ার পরও অদ্যাবধি কালেক্টরেটে কর্মরত সহকারীদের পদবী ও গ্রেড পরিবর্তনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়নি। সচিবালয়ের একজন কর্মচারী ১৬ গ্রেডে চাকরিতে যোগদান করে ৫ বছর পর ১০ গ্রেডে পদোন্নতি পেয়ে যান। আর সচিবালয়, হাইকোর্ট, সংসদ, নির্বাচন কমিশন, পিএসসি ও মন্ত্রণালয়ের সংযুক্ত বিভাগসমূহে ১৬তম গ্রেডে যোগদান করে অনেকে সহকারী সচিব হয়ে চাকরি থেকে অবসর নিচ্ছেন। শুধুমাত্র বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং সহকারী কমিশনার (ভূমি) অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা চাকরিতে জীবন শেষেও কোনো পদোন্নতি না পেয়ে একই পদে থেকেই অবসরে যাচ্ছেন। দাবি-দাওয়া মেনে নেয়ার পরপরই কর্মচারীরা আন্দোলন থেকে ফিরে গিয়ে কাজে যোগ দেবেন। সংগঠনের সভাপতি নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আরিফ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার দাশ। সভায় অতিথি ছিলেন বাকাসস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য উদয়ন কুমার বড়ুয়া ও সিনিয়র সদস্য স্বদেশ শর্মা, সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন। বাকাসস চট্টগ্রাম জেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি ফজলে আকবর চৌধুরী, সহ-সভাপতি প্রদীপ কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল মুহাম্মদ কাদের, মো. আলাউদ্দিন, আলী আজম খান, আবদুল মান্নান, দেবাশীষ রুদ্র, সাইফুর রহমান, সোয়েব মোহাম্মদ দুলু, সৈয়দ মোহাম্মদ এরশাদ আলম, আবদুল মোবিন, ইখতিয়ার উদ্দিন, বিজয় বড়ুয়া, সায়েদুল ইসলাম, রিয়াজ উদ্দীন আহম্মদ, পুতুল দত্ত, মাহবুবুর রহমান, অরুন মল্লিক, বিশ্বজিত দাশ, মোঃ নুরুচ্ছফা, কানু বিকাশ নন্দী, সাদেক উল্লাহ, শাপলা দাশগুপ্ত, সারাহ্ হোসেন, মো. শাহেদ, মিজানুর রহমান চৌধুরী, পরাগ মনি, আবদুল অদুদ, নাজিম উদ্দিন, মোহাম্মদ আলী, শাহনাজ সুলতানা, সাঈদুল ইসলাম, মোজাফফর হোসেন, শফিউল আলম, নাজিম উদ্দিন চৌধুরী, কাজলী দেবী, আনোয়ার হোসেন, সাদিয়া নুর, লিটন বিশ্বাস প্রমুখ।