৩০ নং ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সভাপতি সালাউদ্দিন-সম্পাদক মুজিবুল হক

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ মে, ২০২৩ at ৪:৩৯ পূর্বাহ্ণ

নগরীর ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বিকালে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কমিশনার জহির আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমেদের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এম.এ লতিফ এমপি।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে সালাউদ্দিন ইবনে আহমেদকে সভাপতি ও মুজিবুল হক পেয়ারুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, আন্দোলনসংগ্রামে আওয়ামী লীগ রাজপথের শক্তি। আওয়ামী লীগ ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া কোন দল নয়। আমাদের ক্ষমতার উৎস জনগণ, তাদের ইচ্ছাঅনিচ্ছায় এই দল চলে। তারা রায় দিলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, রায় না দিলে রাজপথেই থাকবে।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন বলেছেন, তৃণমূল নেতাকর্মীদেরকে নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ বিকশিত হতে চায়। এ জন্য আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে ইতিবাচক অবদান রাখতে হবে। যারা অবদান রাখবেন তারাই আগামীতে নেতৃত্বে আসবেন। আমাদের মধ্যে সবচেয়ে বড় লক্ষ্য হলো দেশ ও জাতির কল্যাণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আমরা কেউ দলের জন্য অনিবার্য নয়। সময়ের দাবি অনুযায়ী যারা যোগ্য তারাই নেতৃত্বে আসবেন।

ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহবুবুল হক মিয়া, সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী সিএনসি স্পেশাল, এম এ ছালাউদ্দিন। বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, মো. ছানাউল্লাহ, আব্দুল মালেক, আবু তাহের, রানা বিশ্বাস, মাহবুবুল আলম জনি, আবু নাঈম, সালেহ আহমদ চৌধুরী প্রমুখ। সভামঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, হাজী মো. হোসেন, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, বখতেয়ার উদ্দীন খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগের মাথাব্যথা নেই, বিএনপির মুখ শুকিয়ে গেছে : কাদের
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আজ