চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানির ৩০ দিনের মধ্যে খালাস নেয়ার জন্য আল্টিমেটাম দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এছাড়া বিমানবন্দর দিয়ে কোনো পণ্য চালান আনা হলে সেটি ২১ দিনের মধ্যে খালাস নিতে হবে। গতকাল চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম এ সংক্রান্ত একটি চিঠি সকল আমদানিকারক, সিএন্ডএফ ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সেবা সংস্থার নিকট প্রেরণ করেন।
এ ব্যপারে কাস্টমস কমিশনার ফখরুল বলেন, কাস্টমস আইনের এ্যাক্ট ১৯৬৯ সেকশন ৮২ এর সাব-সেকশন-১ এর ধারা মতে, কাস্টমস হাউস অনুমোদিত অতিরিক্ত সময়সীমার মধ্যে শুল্ককর পরিশোধ করে পণ্য চালান খালাস নিতে হবে। অন্যথায় আমদানিকৃত চালান নিলামযোগ্য বলে গণ্য করা হবে। এই আইন লঙ্ঘনের অপরাধে জরিমানা ও পোর্ট চার্জ পরিহারের জন্য পণ্য চালান দ্রুত খালাস নিতে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের নিকট অনুরোধ করেছি।