৩০ একাডেমিকে ফুটবল প্রদান

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সিডিএফএকাডেমি কাপে অংশগ্রহণকারী ৩০ ফুটবল একাডেমির মধ্যে বল বিতরণ করা হয়েছে। গত শনিবার রাতে সিজেকেএস মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বিপ্লব দে পার্থের পক্ষ থেকে এসব বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, সাধারণ আ ন ম ওয়াহিদ দুলাল, নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ জসীম উদ্দিন, সরওয়ার আলম মনি,হারুনুর রশিদ, মাহবুব আলম, আব সৈয়দ, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত পাবলু, সালাহউদ্দিন জাহেদ, মাদারবাড়ি শোভানীয়া ফুটবল একাডেমির সিনিয়র সহ সভাপতি ও সাবেক ফুটবলার দিদারুল আলম চৌধুরী, মোশাররফ হোসেন লিটন, নুর জাহেদ বাবলু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচবির ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন কাজের অগ্রগতি নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক
পরবর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড