৩য় ম্যাচের ১ম দিনে ক্যারিবিয়ানদের দাপট

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৩১ মে, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের ‘এ’ দলের চারদিনের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। প্রথম দুই ম্যাচ শেষে ১০ ব্যবধানে এগিয়ে ক্যারিবিয়ানরা। চার হাফ সেঞ্চুরিতে সিলেটে তৃতীয় ম্যাচের প্রথম দিনও তাদের দাপট। প্রথম দিনের খেলা শেষে ৮২ ওভারে ৬ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৩২০ রান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ২ রানে কার্ক ম্যাকেঞ্জি () ও জাচারি ম্যাকসাসকিকে () হারিয়ে বিপদে পড়েছিল তারা। কিন্তু তৃতীয় উইকেটে ত্যাগনারায়ণ চন্দরপল ও অ্যালিক অ্যাথানেজের ৮১ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামলে উঠে সফরকারী দলটি। অ্যালিক ৬৬ বলে ৫৯ রান করে আউট হওয়ার পর চন্দরপল ও অধিনায়ক জশুয়া ডা সিলভা মিলে ১১৭ রানের জুটি গড়ে দলের স্কোর দুইশোতে নিয়ে যান। জশুয়া ৯২ বলে ১২ চার ও ২ ছক্কায় ৮২ রানে আউট হন। জশুয়ার মতো সেঞ্চুরি মিস করেন চন্দরপলও। ১৬০ বলে ৯ চার ও ১ ছক্কায় তিনি ৮৩ রানের ইনিংস খেলেন। সপ্তম উইকেটে রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার মিলে ৬০ রানের জুটি গড়েন। রেমন ৯০ বলে ৫৬ এবং কেভিন ৫২ বলে ২২ রান করে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ৯২ রান খরচায় নেন তিনটি উইকেট। এছাড়া মুশফিক হাসান দুটি এবং শরিফুল ইসলাম নেন একটি উইকেট।

পূর্ববর্তী নিবন্ধদেশ সেরা উদীয়মান ব্যাডমিন্টন খেলোয়াড়ের পুরস্কার পেলেন গালিব
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আনজু মিয়ার বলী খেলায় রফিক বলী চ্যাম্পিয়ন